২১ নভেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ছারছীনার পীর সাহেব হুজুরের বরিশাল আগমন উপলক্ষে আগামীকাল শনিবার ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ
বানারীপাড়ায় নিহত আওয়ামী লীগ কর্মী আশিষ বাড়ৈর স্মরণসভা অনুষ্ঠিত

বানারীপাড়ায় নিহত আওয়ামী লীগ কর্মী আশিষ বাড়ৈর স্মরণসভা অনুষ্ঠিত

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি \ বানারীপাড়ার বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের খ্রিস্টান পল্লীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নিহত আওয়ামী লীগ কর্মী আশিষ বাড়ৈর (৪৫) প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে নিহত আশিষ বাড়ৈর বাড়ির আঙিনায় খ্রিষ্ট ধর্মীয় রীতি অনুযায়ী এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় হামলায় আহত হয়ে পঙ্গুত্ব বরণ করা তার বৃদ্ধ বাবা অমল বাড়ৈ,মা আশালতা বাড়ৈ,স্ত্রী ¯িœগ্ধা বাড়ৈ,বোন,এক শিশু পুত্র ও দুই কিশোরী মেয়ে সহ স্বজন ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন। এসময় তারা আশিষের কথা স্মরণ করে কান্নায় ভেঙ্গে পড়েন এবং ঘাতকদের ফাঁসির দাবী জানান।প্রসঙ্গত উপজেলার বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের খ্রিস্টান সম্প্রদায়ের শোভা রঞ্জন চৌধুরী ও অমল বাড়ৈ’র মধ্যে দীর্ঘ দিন ধরে দুই একর সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিলো। অমল বাড়ৈ বরিশাল জজ আদালত থেকে শোভা রঞ্জন চৌধুরীর দখলে থাকা ওই সম্পত্তির মালিকানার রায় পান। গত বছরের ২২ ফেব্রæয়ারী জমি সংক্রান্ত এ বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীণ সময়ে স্থানীয় চৌমোহনা বাজারে অবস্থানরত শোভা রঞ্জন চৌধুরীর ছেলে রতন চৌধুরী ও তাদের পক্ষের প্রভুদান,বিভুদান,কালু ও মিলন খবর পেয়ে ধারালো অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অমল বাড়ৈ(৬৫),তার স্ত্রী আশালতা বাড়ৈ(৬০) ছেলে আওয়ামী লীগ কর্মী আশিষ বাড়ৈ(৪৫),পুত্রবধু ¯িœগ্ধা(৪০),মেয়ে গোলাপী বাড়ৈ(২৫),জয় সরকার (১৪),তাদের বাড়িতে বরিশাল থেকে বেড়াতে আসা ফয়সাল মাহমুদ(২০) ও প্রতিপক্ষের কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রাত ১০টার দিকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আশিষ বাড়ৈকে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং অমল বাড়ৈ,গোলাপী বাড়ৈ, ¯িœগ্ধা বাড়ৈ ও আশালতা বাড়ৈকে বরিশাল শেবাচিম হাসাপাতালে রেফার করেন।বাকীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়। ওই দিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রাম থেকে শোভা রঞ্জন চৌধুরী,রতন চৌধুরী ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জেমসকে আটক করা হয়। এ ব্যাপারে নিহত আশিষ বাড়ৈর পিতা অমল বাড়ৈ ২৮ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়েরে করেন। বর্তমানে ৩ আসামী জেলহাজতে,চার জন জামিনে ও বাকীরা পলাতক রয়েছে। এদিকে ঘটনার পরের দিন ২৩ ফেব্রুয়ারী দুপুরে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম ঘটনাস্থলে গিয়ে তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের চিহিৃত করে আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ দেন। এসময় তিনি নিহত আশিষ বাড়ৈর অবুঝ তিন সন্তানের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন এবং পরে তিনি আশিষ বাড়ৈর জীর্ণশীর্ণ ঘরের স্থানে পাকা বিল্ডিং করে দেন। ###
রাহাদ সুমন,বানারীপাড়া
তারিখ.২২-০২-২০২০ইং

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019