২২ নভেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে সুবাতাস বানারীপাড়ায় ভূমিকম্পে মুহুর্তে বসতবাড়ি সন্ধ্যা নদী গর্ভে বিলীণ ছারছীনার পীর সাহেব হুজুরের বরিশাল আগমন উপলক্ষে আগামীকাল শনিবার ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
আগৈলঝাড়ায় ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন”

আগৈলঝাড়ায় ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন”

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-

শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা ও নেতৃত্ব বিকাশের লক্ষে রবিবার ২৩ ফেব্রুয়ারী সরা দেশের ন্যায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন-২০২০ইং সম্পন্ন হয়েছে।
সরেজমিনে গতকাল রবিবার উপজেলার ২৮ নং বাশাইল হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেল এক নতুন দৃশ্য। ছোটদের নির্বাচন নিয়ে বড়রাও আগ্রহী হওয়ায় বিদ্যালয়ের বাইরে অভিভাবকদের ভিড় লক্ষ করা গেছে। কিন্তু অভিভাবকরা কেউই ভেতরে ডুকতে পারছেন না কারণ বিদ্যালয়ের সামনেই কাগজে টানানো দিক-নির্দেশনা-ভোটার ব্যতিত প্রবেশ নিষেধ। মাথার উপরে গাছের ডালে, দেয়ালে সাদা-রঙিন, হাতে লেখা পোস্টার মেধাবি ছাত্রী মাশাপি ইসলাম নূরকে ভোট দিন, মেধাবি ছাত্র আব্দুল্লা আবু সাঈদকে ভোট দিন। এটা ছিল বিদ্যালয়ের বাইরের অবস্থা। ভেতরে নির্বাচন কমিশনার, পুলিশ অফিসার, প্রিযাইডিং অফিসার, প্রার্থী, পোলিং অফিসার, এজেন্ট সবাই যে যার কাজে ব্যস্ত। শৃঙ্খলা মেনে ৩য় থেকে ৫ম শ্রেণীর ক্ষুদে শিার্থীরা সবাই তাদের মুল্যবান ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। প্রার্থীরা এক সাথে এসে বুঝিয়ে দেয় ভোট দেয়ার নিয়ম। একজন ভোটার ভোট দিয়ে বের হয়ে যাওয়ার পর অপর ভোটার কেন্দ্রে ঢুঁকে তার ভোট প্রয়োগ করছে। এমনি চিত্র দেখা গেছে প্রায় সব স্কুলে।
শিক্ষকদের সাথে আলাপ করে জানা গেছে, রবিবার সকাল ৯টা কিছু কিছু স্কুলে দুপুর ২ টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং শেষ হয় বেলা ১টায় এবং ৪ টা অধিকাংশ বিদ্যালয়ে ২টার মধ্যে ফলাফল ঘোষণা করা হয়েছে এবং কিছু স্কুলে ৫ টায় ফলাফল ঘোষণার পরপরই শুরু হল উল্লাস। কোথাও কোথাও মিষ্টি বিতরণ করেছেন বিজয়ী প্রার্থীর অভিভাবকরা। বিজয়ী না হওয়া প্রার্থীরাও দেখাল মহানুভবতার নিদর্শন তা বুঝা গেল কিছুণ পরেই। সামান্য কিছু সময় মন ভারের পর তারাও এসে যোগ দিল আনন্দে। উল্লেখ্য, প্রতিটি কাউন্সিলে নিয়মানুযায়ী ৭জন করে সদস্য নির্বাচিত হয়েছেন।
বাশাইল হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, সকল শিক্ষক মন্ডলীদের উৎসাহ ও অনুপ্রেরনায় শিক্ষার্থীদের মাধ্যে নির্বাচন কমিশনের দ্বায়ীত্বে নির্দিষ্ট পুলিং ও প্রিজাইডিং অফিসার নিয়োগ করে ব্যলোটের মাধ্যমে ভোটার বুথ তৈরি করে এক কথায় প্রপার নিয়মানুযায়ী ভোট গ্রহন করা হয়েছে। ভোট গ্রহনের সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম পর্যবেক্ষন করেন। এখানে নির্বাচিত হয়েছে।৩ য় শ্রেনিতে প্রথম হয়েছে মাশাপি ইসলাম নূর, দ্বিতীয় নুসরাত জাহান জুঁই, ৪ র্থ শ্রেনিতে প্রথম আব্দুল্লা আবু সাঈদ,দ্বিতীয় জিনাত জাহান ফাতেমা, ৩য় অর্পিতা ঢালী, ৫ ম শ্রেনিতে প্রথম এফ এম ঝলক,দ্বিতীয় ইসরাত জাহান সাইমা।
এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল হক তালুকদার জানান, উপজেলার ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটিতেই স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনকে ঘিরে শিার্থীদের মধ্যে তুমুল উদ্দীপনা লক্ষ করা গেছে। এই নির্বাচন আয়োজনের মাধ্যমে শিশুরা গণতন্ত্র সম্পর্কে হাতে-কলমে শিক্ষা লাভ করতে পারবে ও নিজেদের অধিকার, মতামত সম্পর্কে জানতে পারবে। যা তাদেরকে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। সফল ভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য তিনি সকল শিক্ষক,শিক্ষার্থীর পাশাপাশি সাংবাদিক অভিভাবক ও এলাকাবাসীকে ধন্যবাদ জানান। এসমায় বাশাইল হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্বাচনে উপস্হিত ছিলেন শিক্ষক গন,শিক্ষার্থী গন, সভাপতি রাশেদুল ইসলাম খায়ের, আগৈলঝাড়া উপজেলা প্রেস ক্লাব সভাপতি এইচ এম মাসুম, সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, প্রচারসম্পাদক মোঃ মাসুদ হোসেন, সাংবাদিক আহাদুল ইসলাম রানা, ওমর আলী সানী, সাকিব খাঁন, ইমরান হোসেন, জলিল মোল্লা, সহ ভোটার, অভিভাবক গন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019