২১ নভেম্বর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:- বর্তমান সরকার ব্যাবসা বাণিজ্যের প্রসারে ব্যাপক কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাবান্ধা স্থলবন্দর নয় দেশের সমগ্র বন্দর গুলোরই আধুনিকায়নে কাজ করে যাচ্ছে। পঞ্চগড় থেকে বাংলাবান্ধা স্থলবন্দর পযর্ন্ত রেল লাইন সম্প্রসারণের কাজও অতিদ্রæত শুরু হবে। বাংলাবান্ধা স্থলবন্দরের আয়োজনে উপদেষ্টা কমিটির ২য় সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। আজ শনিবার বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দরের সভা কক্ষে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রর্বতীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, রংপুর বিভাগীয় কাস্টমস্ কমিশনার শওকত আল সাদী , জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার ইউসুফ আলী, ১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী আনিসুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ভার) মাসুদুল হক, উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, ভাইস চেয়ারম্যার ইউসুফ আলী, অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি হান্নান শেখ, আমদানী-রপ্তানীকারক সমিতির সভাপতি মেহেদী হাসান বাবলা, সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা, বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সপিকুল আলম।
ব্যাবসায়ীদের পক্ষে আমদানী-রপ্তানীকারক সমিতির সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, ভারত নেপাল ও ভুটানের সাথে ব্যাবসা-বাণিজ্যে আমাদের তেমন কোন অসুবিধা হয়না, তবে সে দেশে সাপ্তাহিক ছুটির সাথে ্এদেশের ছুটির মিল না থাকায় আমাদের হলি ডে চার্জ অতিরিক্ত গুনতে হয়। তাই এ চার্জ মওকুফ ও উভয় দেশের সাথে মিল রেখে হলি ডে নির্ধারনের দাবি জানান। এছাড়া বাংলাবান্ধা স্থলবন্দরে পর্যাপ্ত অবোকাঠামো ও অভ্যন্তরে রাস্তা ঘাট নির্মানের অভাবে ব্যাবসায়ীক কার্যক্রম ব্যহত হচ্ছে বলে জানান। বন্দও কর্তৃপক্ষ বন্দরের উন্নয়নে এ প্রতিষ্ঠানটির উদাসিনতা আমাদের হতাশ করেছে।