২১ নভেম্বর ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক:: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে প্রতিনিয়ত ধর্ষণ চলছে। শিশু, তরুণী ও বিবাহিতরাও ধর্ষণের শিকার হচ্ছে। এসব ধর্ষণের পেছনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকারের জবাবদিহিতা না থাকা। কোনো ধরনের জবাবদিহিতা নেই সরকারের।
মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যে দেশে একটি ধর্ষণ হলে তার প্রতিবাদে ঝড় উঠে। সরকারকে পদে পদে জবাবদিহি করতে হয়। কিন্তু আমাদের দেশে সেই জবাবদিহিতা না থাকার কারণে এ ধর্ষণের ঘটনা ঘটে।
মানববন্ধনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের জননীসহ দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। এমন অসংখ্য নজির আছে। সরকার এদের কোনো বিচার করছে না।
সিটি নির্বাচন নিয়ে ইশরাক বলেন, আগামী ৩০ জানুয়ারি সিটি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে রাজধানীবাসী জনবান্ধব ও নগরবান্ধব মেয়র নির্বাচিত করবে। আমি নির্বাচিত হলে ঢাকাকে নিরাপদ শহরে পরিণত করবো।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুন প্রমুখ।