২১ নভেম্বর ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ মিনারুল ইসলাম/মোঃ আমিনুল ইসলাম::-
চুয়াডাঙ্গা জেলার নব ঘোষিত দর্শনা থানার কাজের পরিদর্শন করলেন জেলার সুযোগ্য পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল মঙ্গলবার দুপুর দেড় টার দিকে দর্শনা থানার সীমানা প্রাচীর নির্মান কাজের পরিদর্শন করেন তিনি এবং দর্শনা থানার সাইন বোর্ড স্থাপন করেন।
এসময় তিনি বলেন, দর্শনাকে সকল প্রকার দুর্নীতি, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি সহ সকল প্রকার অনৈতিক ও বেআইনি কাজ নির্মূল করার জন্য পুলিশ সর্বদা কাজ করবে এবং জনগণের নিরাপত্তা প্রদানে ভুমিকা রাখবে। আর তার জন্য প্রয়োজন জনগণের সার্বিক সহযোগিতা ও পুলিশের সর্বাত্মক চেষ্টা সহ লোকবল। তাই দর্শনা তদন্ত কেন্দ্রকে থানায় রুপান্তর করা হয়েছে। নব ঘোষিত থানার কার্যক্রম খুব শীঘ্রই চালু হবে শুধু মাত্র সময়ের অপেক্ষা। এসময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর) সার্কেল আবু রাসেল, নব ঘোষিত দর্শনা থানার অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর) শেখ মাহাবুবুর রহমান, এস,আই জাকির হোসেন সহ অনেকে।