২১ নভেম্বর ২০২৫, ০৪:০২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধি :-
বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসন পালন করেছে। গতকাল শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে শোক র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আ.রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।
অন্যদিকে উপজেলা প্রশাসনের উদ্যেগে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,
উপজেলা সহকারী কমিশনার ভুমি ফাতিমা আজরীন তন্বী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, সহকারী প্রধান শিক্ষক গোলাম সরোয়ার, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার
ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত প্রমুখ। পরে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।