১৬ জানুয়ারী ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
পটুয়াখালী প্রতিনিধি::: বড় বোনের মৃত্যু শোক সইতে না পেরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের রমিজ জান বিবি (৭০) মারা গেছেন।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
তাদের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, বড় বোন আছিয়া বিবির (৭৬) অসুস্থতার খবর পেয়ে বুধবার দুপুরে তার স্বামীর বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার চরমাইনকায় ছুটে যান ছোট বোন রমিজ জান বিবি। পরে তার চোখের সামনেই ওইদিন রাতে বড় বোন আছিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ মৃত্যুর শোক সইতে না পেরে বৃহস্পতিবার সকালে ছোট বোন রমিজ জান বিবিও মারা গেছেন।
পরে রমিজ জানের লাশ বিকালে তার স্বামীর বাড়ি মধ্য চরমোন্তাজ গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে নামাজে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ব্যাপারে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিস উদ্দিন বলেন, বড় বোনের মৃত্যুশোকে ছোট বোনেরও মৃত্যুর বিষয়টি আমি শুনেছি।