০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন, ৭ই শাবান, ১৪৪৬ হিজরি, শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি: লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লের ডাক্তার ও কর্মচারীদের অবসর ও বদলী জনিত কারণে বিদায় সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা হাসপাতালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য বিভাগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য এম.এ জব্বার প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা সির্ভিল সার্জন ডা. ইদ্রিস মিয়া, লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: কাজী সাইফুল ইসলাম।
বিদায়ী অতিথিদের মধ্য হতে বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইলিয়াছ চৌধুরী, মেডিকেল অফিসার ডা: কাজী মো: ফয়সাল ও মেডিকেল অফিসার ডা: বোরহান উদ্দিন। স্বাস্থ্য পরিদর্শক সঙ্খ মিত্র বড়–য়া, স্বাস্থ্য সহকারি শন্তিব্রত চাকমা ও অফিস সহায়ক মো. শাহজাহান মিয়া অবসরজনিত কারণে বিদায়ী সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন।
বক্তারা লক্ষ্মীছড়ি উপজেলা হাসপাতালের অতীত ও বর্তমান কার্যক্রম তুলে ধরেন। স্বাসথ্য সেবার মান কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে অতিথিরা প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বলে আশ্বান দেন।