১৬ Jul ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি, বুধবার, ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
অবৈধ সম্পদ অর্জন সাবেক এমপির এপিএস অচীন কুমার দাসের দুই কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের বাগেরহাটে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বাবুগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল আজ বানারীপাড়ার প্রথিতযশা সাংবাদিক রাহাদ সুমনের শুভ জন্মদিন রহমতপুর বাজারে পরিবেশ আইন ভঙ্গের দায়ে অর্থদণ্ড, ১৫ কেজি পলিথিন জব্দ ময়মনসিংহ রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপারের নেত্রকোনা উচিতপুর মিনি কক্সবাজার খ্যাত হাওড় পরিদর্শন বাগেরহাটে নারীর গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, যুবকের বিরুদ্ধে মামলা কুমিরের সাথে বন্ধুত্ব! বাগেরহাটের যুবক তপু ও ধলা পাহাড় কুমিরের হৃদয়স্পর্শী সম্পর্ক অদম্য লক্ষী দাস স্বেতার স্বপ্নপূরণের পথে এগিয়ে চলা ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ মামুন সিকদার নির্বাচিত
চুয়াডাঙ্গা দর্শনা রেল ক্রুসিং ডাকাতি। আজকের ক্রাইম নিউজ

চুয়াডাঙ্গা দর্শনা রেল ক্রুসিং ডাকাতি। আজকের ক্রাইম নিউজ

অন্তর/ইব্রাহিম চুয়াডাঙ্গা প্রতিনিধি::-

চুুুয়াডাংগা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা রেল ক্রুসিং ও কেরু মুক্তিযোদ্ধা ক্লাবের সামনের রাস্তায় নামক স্থানে এক দল ছিনতাই কারী কবলে পড়ে আনোয়ার পুরের আবুল বাসার আজাদ ডান হাতের বৃদ্ধা আঙ্গুল হারালো সেই সাথে হারালো টাকা ও মোবাইল ।এই ঘটনায় কেরু আনান্দ রাজারের বিল্লালের ছেলে তুহিন ওরফে তনু(২৬)কে আটক করা হয়েছে।গতকাল রাত ১০টার থেকে ভোর তিনটা পযন্ত এই তান্ডব চালায় ছিনতাইকারী দল। পতাক্ষ্যদর্শী থেকে জানাযায়,বৃস্পতিবার ভোর তিনটার সময় দর্শনা আনোয়ার পুরের পিয়ার আলীর ছেলে আবুল বাসার আজাদ ঢাকায় থেকে দর্শনা বাস কাউন্টারে নেমে কোন ভ্যান না পাওয়ায় পাওয়ায় হেটে বাড়ি আসার সময় কেরু মুক্তিযোদ্ধা ক্লাবের সামনে পৌয়ছালে পৃর্ব থেকে ওঁত পেতে থাকা ছিনতাই কারীদল তাকে গতিরোধ করে বলে যা আছে দিয়ে দে দিতে না চাইলে চাপাতি দিয়ে কোপ দেই । সে হাত দিয়ে ঠেকাতে গেলে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল কেটে পড়ে যায়।সেই সুযোগে তার পোকেটে থাকার ১২ হাজার টাকা ও টাচ মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়।পরে রক্তাত অবস্থায় সে বাড়ি গেলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্ত্তি করে।এই মর্মে আবুল বাসার আজাদ বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় ছিনতায়ের মামলা করে। মামলা নং ১৪ একই সময় হাউলী ইউনিয়নের বড় দুধপাতিলা গ্রামের আকবর আলীর ছেলে আব্দুল্লাহ বাস কাউন্টার থেকে ক্ওাছার আলীর ভ্যান যোগে বাড়ি ফেরার পথে কেরু মুক্তিযোদ্ধ ক্লাবের সামনে ছিনতাই কারীরা তাকে আটকিয়ে টাচ মোবাইল, একটি সোনার আংটি ও ৩৫শত টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। একই রাতে রাত ১০টার সময় দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের তিনজন ভ্যানযোগে বাড়ি ফেরার সময় দর্শনা রেল ক্রুসিয়ের নিকট পৌয়ছালে ছিনতাই কারীরা তাদের ভ্যান থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৮শত টাকা ও মোবাইল ছিনিয়ে নেই।
কিছুদিন আগে কেরু মুক্তিযোদ্ধা ক্লাবের সামনে সংগীত একাডেমির ঘরের দরজা ভেঙ্গে তবলা ছেট চুরি হয়ে যায়।পুলিশকে অবহ্যত করলেই কোন কাজ হয়নি। এলাকাবাসি জানান,দর্শনা কেরু এলাকায় একটি কিশোর গ্রুপ নেশার সাথে জড়িয়ে গেছে।শিল্প নগরী এলাকায় এমন ধরণের কর্মকান্ড কোন ভাবেই কাম্য নাই।পুলিশ একটু ততপর হলে এটা রোধ করা সম্ভব।
দর্শনা তদন্ত কেন্দের এস আই মাহাবুবর রহমান জানান,এমন ঘটনা ঘটার পর থেকে অভিযান অব্যহত রয়েছে । সেই সাথে তুহিন নামের একজনকে আটক করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত ওসি সুকুমার বিশ্বাস সত্যতা নিশ্চিত করে জানান এমন ঘটনায় ছিনতায়ের একটি মামলা হয়েছে।ছিনতাইকারীদের আটক করা জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019