১৯ মার্চ ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন, ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি, বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
১৭ লক্ষ টাকা জরিমানা বিজয়নগরে ৪টি অবৈধ ইট ভাটায়। জীবননগরে চোরাকারবারীকে মলত্যাগ করিয়ে মলের সঙ্গে ৬টি স্বর্নের বার উদ্ধার ঘুষের টাকাসহ হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটর আটক আলমডাঙ্গা মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত দর্শনায় জীবনের নিরাপত্তা চেয়ে এক যুবকের সংবাদ সম্মেলন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন: এনডিটিভিকে তুলসী গ্যাবার্ড প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রী খুন সৎ ও সাহসী সাংবাদিকরা সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে পারেন ….. কাজী খায়রুজ্জামান শিপন বাগেরহাটে ‘মানবতার পথিক’ সংগঠনের উদ্যোগে ইফতার ঈদ উপহার বিতরণ বিজয়নগরে ইয়াবাসহ গ্রেফতার এক
জু’মার না’মাজ চলাকালীন ম’সজিদে ভ’য়াবহ হা’মলা, নি’হত ৬২

জু’মার না’মাজ চলাকালীন ম’সজিদে ভ’য়াবহ হা’মলা, নি’হত ৬২

আ’ফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে জু’মার না’মাজ চলাকালীন ম’সজিদে দুটি বি’স্ফোরণের ঘ’টনায় অন্তত ৬২ মু’সল্লি নি’হত এবং আরও অন্তত ৬০ জন আ’হত হয়েছেন। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগানি এ হা’মলার খবর নিশ্চিত করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নানগারহার প্রদেশের হাসকা মায়েনা জেলার জাও দারা নামক এলকায় ম’সজিদটি অবস্থিত। গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ বি’স্ফোরণের ঘটনা ঘটে।

কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, ম’সজিদটির ভেতরে বি’স্ফোরক পুতে এবং লুকিয়ে রাখা হয়েছিল। যখন মু’সল্লিরা সবাই না’মাজ আদায় করছিলেন তখন সেগুলোর বি’স্ফোরণ ঘ’টানো হয়। যারা আ’হত হয়েছেন তাদের অনেকের অবস্থাও আ’শঙ্কাজনক।

নাঙ্গারহার প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি জানিয়েছেন, হ’তাহ’তের সংখ্যা আরও বাড়তে পারে। বি’স্ফোরণের ধ্বং’সস্তূপ থেকে ম’রদেহ এখনও বের করছে উ’দ্ধারকর্মী ও স্থানীয়রা। গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ জানান, বি’স্ফোরণে ম’সজিদের ছাদ ধ’সে পড়েছে।

দেশটিতে নিয়মিত হা’মলা চা’লানো আ’ফগান তা’লেবান ম’সজিদে হা’মলার দায় স্বী’কার করেনি। এছাড়া কোনও জ’ঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে এই হা’মলার দায় স্বীকার করা হয়নি। প্রেসিডেন্ট আশরাফ ঘানির মুখপাত্র সাদিক সিদ্দিকী টুইট বার্তায় এ হা’মলায় শো’ক প্রকাশ করে তীব্র নি’ন্দা জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019