২৬ জানুয়ারী ২০২৫, ১০:১০ অপরাহ্ন, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি, রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
নলছিটি প্রতিনিধি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ ধরার সময় ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে চার হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে জেলা পুলিশ ও মৎস্য বিভাগ। বৃহস্পতিবার সকালে সুগন্ধা নদীতে অভিযানে নামে মৎস্য বিভাগ। এ সময় এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযান টের পেয়ে নদীতে জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। এদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সকাল থেকে দুপুর পর্যন্ত সুগন্ধা নদীতে অভিযান চালায়। এসময় জেলেদের ৮টি নৌকা জব্দ করা হয়।
অপরদিকে বুধবার রাত ১টার দিকে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে সুগন্ধা নদীতে অভিযান চালায় জেলা পুলিশ। এসময় তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জালগুলো সকাল ১১টার দিকে নলছিটি উপজেলা মৎস্য কার্যালয়ের সামনে পুড়িয়ে ফেলা হয়।
পৃথক এ অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার, সহকারী কমিশনার (ভূমি) শাখাওয়াত হোসেন ও নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কান্ত মিস্ত্রি।