০৬ মে ২০২৪, ১১:১৩ অপরাহ্ন, ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিয়ের দাবিতে অনশন নাটক, ৫ লাখ টাকায় রফাদফা বরিশালের সাবেক মেয়র কামালের স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে মামলা বরিশালে সর্বজনীন পেনশন মেলা চুয়াডাঙ্গায় আদালতে মায়ের জবানে নিজ শিশু সন্তানকে হত্যার দোষ স্বীকার ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে “প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পে “ দর্শনার মাদিনাতুল উলুম মাদ্রাসায় অভিভাবক সম্মেলন,নাজেরা ও হিফ্জুল কুরআান বিভাগের ক্লাস উদ্বোধন বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর আশঙ্কা বরগুনায় ডলার ও রিয়াল প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার চুয়াডাঙ্গায় স্ত্রীকে ভিডিও কলে রেখে আনসার সদস্যের আত্মহত্যা আশ্রয়ণের ৮০ ঘর সাত লাখে বিক্রি করলেন চেয়ারম্যান
বিআরটিএ চুয়াডাঙ্গা ধার্মিক মনিরা পারভীন। আজকের ক্রাইম নিউজ

বিআরটিএ চুয়াডাঙ্গা ধার্মিক মনিরা পারভীন। আজকের ক্রাইম নিউজ

মোঃ তহিরুল ইসলাম নিজস্ব প্রতিনিধি চুয়াডাঙ্গা এলাকা থেকে ফিরেঃ-‌

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম আলোচিত বাংলাদেশ চুয়াডাঙ্গা বিআরটিএ অফিস তৎসংলগ্ন এলাকার দালাল চক্র কারবারীদের ঘুম খাওয়া দাওয়া একপ্রকার হারাম হওয়ার পথে। এমনিতেই শীর্ষ বেশকিছু দালাল কারবারী গ্রেফতার একের পর এক দালাল ধরা পড়ার কারণে এ দালাল চক্র পতন নামতে শুরু করেছে। এমনিতেই প্রচণ্ড ধার্মিক এই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন এর কারণে অনেক দালাল কারবারীই এলাকা ছেড়ে পালিয়েছে। আত্মগোপন করেছেন অনেকেই। আর চুপিসারে বা খুব সংগোপনে কিছু কিছু দালাল কারবারী বিভিন্ন কৌশল করে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে একান্ত বিশ্বস্ত লোকজনের কাছে থেকে আঁট দশ টা লাইনার, মটর সাইকেল এর নতুন কাগজ, ড্রাইভার এর ফাইল জমা দিচ্ছেন তা-ও অপচেষ্টায় লিপ্ত ছিলেন সে তালিকাও এখন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন এর হাতে। আর তাই এ বিআরটিএ পুলিশ সদস্যদের কয়েক গ্রুপে ভাগ করে এবং নিজেও পায়ে হেঁটে সারা দিন এলাকায় মূহুর্মূহু টহলের মাধ্যমে দালাল চক্র কে একেবারে কোনঠাসা করে ফেলেছেন। এখন এলাকার দালাল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের একমাত্র চাওয়া পাওয়া হলো সাহসী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন এর বদলি। খুব গোপনে বড়ো বাজার, থানার পাশে মরজিত এর সামনে, বাংলা মেডিক্যাল এর সামনে, কোট এর পিছনে ও বিআরটিএ দালাল সিন্ডিকেট দফায় দফায় মিটিং করেছেন। চুয়াডাঙ্গা এলাকার দ্বিতীয় সারির কতিপয় নেতার কাছে যেয়ে আর্জি জানিয়েছে যাতে করে দালাল কারবারীদের সবথেকে বড় দুশমন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন এর যেনো যে কোনো ভাবে অন্যত্র বদলির ব্যবস্থা করা হয়। এদিকে চুয়াডাঙ্গা বিআরটিএ এলাকা থেকে বিশ্বস্ত সূত্র জানাগেছে বাংলাদেশ বিআরটিএ চুয়াডাঙ্গা বিআরটিএ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন যেদিন অন্যত্র বদলি হয়ে যাবেন তারপর দিনই দালাল সিন্ডিকেটের টাকায় মাইক বাজিয়ে উৎসবমূখর পরিবেশে হবে গণ খানাপিনার আয়োজন ও মিষ্টি বিতরণ। এখানে উল্লেখ থাকে যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিভাগে ছুটি যেখানে খুবই দুর্লভ সেখানে নিজের প্রাপ্য ছুটি ভোগ না করেই একদিনের ঝটিকা সফরে কোনরকম নিজ বাড়ীতে গিয়ে এক মুঠো কোনো রকম খাবার খেয়ে চলে আসে বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা বিআরটিএ অফিসে ফিরে যথারীতি কঠোর ডিউটি শুরু করেন এই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন। আর এ কারণে এলাকার সচেতন মহল নয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মটর জান মানুষ জন এ অফিসারের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019