০৫ মে ২০২৪, ১১:১৬ অপরাহ্ন, ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, রবিবার, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
আশ্রয়ণের ৮০ ঘর সাত লাখে বিক্রি করলেন চেয়ারম্যান কাবিননামায় দেনমোহর নিয়ে প্রতারণা, স্ত্রী গ্রেফতার গৌরনদীতে আ.লীগের ১০৪ নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা দামুড়হুদায় অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান প্রদান বাবুগঞ্জে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ ছাত্রলীগ নেতা জুয়েলের গণসংযোগ দর্শনার রেলবাজারের আলোচিত গাজা ব্যবসায়ী তহমিনা গ্রেফতার ঝালকাঠিতে পারিবারিক দ্বন্দ্বে সুজনকে পিটিয়ে হত্যা, বাবা ও ভাই গ্রেপ্তার ছেলের কবরে বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবাও ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০ বরিশাল সিটিতে ৫ বছর পর সরকারি বরাদ্দে উন্নয়ন কাজের উদ্বোধন
বৈরি আবহাওয়া বিরাজ করায় অভ্যন্তরীণ বিভিন্ন রুটে নৌযান চালাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

বৈরি আবহাওয়া বিরাজ করায় অভ্যন্তরীণ বিভিন্ন রুটে নৌযান চালাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। এর প্রভাবে বৈরি আবহাওয়া বিরাজ করায় অভ্যন্তরীণ বিভিন্ন রুটে নৌযান চালাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল ইসলাম বলেন, ‘আজ (শুক্রবার) সন্ধ্যা ৭টা থেকে ঢাকা নদীবন্দর (সদরঘাট) থেকে দেশের দক্ষিণাঞ্চলগামী দূর পাল্লার লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ঢাকা থেকে ভোলা, পটুয়াখালী, বরিশালসহ দূর পাল্লার রুটে লঞ্চ চলাচল করবে না।’

তিনি বলেন, ‘ঢাকা থেকে চাঁদপুরে লঞ্চ চলাচল রাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে। পরে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেয়া হবে। নারায়ণগঞ্জ-চাঁদপুর রুটের নৌযান চলাচলও বিকেল থেকে বন্ধ। এছাড়া উপকূলীয় এলাকায় স্থানীয়ভাবে লঞ্চ চলাচলও বন্ধ রাখতে বলা হয়েছে।’

বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যার আরও বলেন, ‘তবে পটুয়াখালী, ভোলা, বরিশালের লঞ্চ ঢাকায় আসতে পারবে। ঢাকায় আসা আমরা বন্ধ করিনি।’

শিমুলিয়া-কাঁঠালবাড়ি এবং পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে বিআইডব্লিউটিএ-এর ফেরি সার্ভিস চালু রয়েছে বলেও জানান এম মাহবুব-উল ইসলাম।

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।

শুক্রবার সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় ধেয়ে আসায় মংলা ও পায়রা সমুদ্রবন্দকে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019