২০ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার দামুড়হুদায় বোনের মরদেহ দেখতে এসে অসুস্থ হয়ে বড় ভাই’র মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের নূরু মিয়ার স্ত্রী শিরিনা খাতুন (৫২) নিজ ঘরে অসুস্থ হয়ে মারা যায়।বোনের মৃত্যু সংবাদ শুনে বড় ভাই মৃত জানবার মন্ডলের ছেলে নিজাম উদ্দিন (৬০) দর্শনা থানার আকন্দবাড়ীয়া গ্রাম থেকে ছুটে আসে।বোনের মরদেহ দেখার পর সাথে সাথেই তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে সকাল ১০ টার দিকে দামুড়হুদার উজিরপুর নামক স্থানে তার মৃত্যু হয়। বেলা ১২টার দিকে বোন শিরিনা খাতুনের জানাজা শেষে ডুগডুগি কবরস্থানে দাফন করা হয়। অপরদিকে, তার ভাই নিজাম উদ্দিনের লাশ আছরের নামাজের পর আকন্দবাড়ীয়া গ্রামের তমালতলা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।