২০ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি- এই প্রতিপাদ্য নিয়ে র্যালীও আলোচনা সভা ্অনুষ্ঠিত হয়।
রোববার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য ল্যালী বের করা হয়। ল্যঅলীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(এসিল্যান্ড) মোঃ আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মো.মঞ্জুরুল ইসলাম, ঘোড়াঘাট কারিগরি কলেজের অধ্যক্ষ সাদেকুর রহমান সাকিল, ডুগডুগিহাট কলেজের অধ্যক্ষ এহসানুল হক পলাশ প্রমুখ।
অনুষ্ঠানে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক- শিক্ষিকাসহ অনেকে উপস্থিত ছিলেন।ব্যবস্থা নেয়া হবে।