২১ নভেম্বর ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে:দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বৈরি আবহাওয়ার কারণে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ওই ট্রলারে থাকা ১২ জেলের মধ্যে ৯ জেলে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে ৩ জেলে।
বৃহস্পতিবার (১০ জুলাই) পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাটের আলমগীর খলিফার মালিকানা এফবি সাইকুল ট্রলার ডুবির ঘটনা ঘটে। উদ্ধারকৃত জেলেদের অন্য ট্রলার উঠিয়ে কিনারায় নিয়ে আসা হচ্ছে।
উদ্ধারকৃত জেলেদের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে জাল ফেলে ট্রলারে জেলেরা ঘুমিয়ে পড়ে। এ সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে ওই ট্রলারে থাকা জেলেরা ঝাঁপিয়ে সাগরে পরলে ভাসমান অবস্থায় কিছুক্ষণ পর ৯ জনকে উদ্ধার করে পাশে থাকা ওপর একটি ট্রলার। এখনো ৩ জেলে নিখোঁজ রয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে।#