২০ নভেম্বর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা! দর্শনায় দাড়ানো ট্রাকে আগুন ধরিয়েছে দুর্বৃত্তরা বিরামপুর রেলস্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে সাংবাদিক সম্মেলন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বড় বোনের ইন্তেকাল
বাগেরহাটে রাস্তার বেহাল দশা: চুক্তি বাতিল, নতুন ঠিকাদার নিয়োগে দেরি মানববন্ধনে জনরোষ

বাগেরহাটে রাস্তার বেহাল দশা: চুক্তি বাতিল, নতুন ঠিকাদার নিয়োগে দেরি মানববন্ধনে জনরোষ

এস. এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট :বাগেরহাটে নির্মান কাজের ধীরগতির কারণে দশানী-রামপাল-মোংলা সড়কের বেহালদশা তৈরি হয়েছে। সংস্কারের জন্য খোড়াখুড়ি, রাস্তার উপরে এলোমেলো খোয়া, কিছুদূর পরপর বড় বড় গর্তে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে জেলার গুরুত্বপূর্ণ এই সড়কটি। অতিদ্রুত নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে জন ভোগান্তি নিরসনের দাবি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২৫ জুন) দুপুরে বাগেরহাট শহরের দশানী ট্রাফিক মোড় এলাকায় জড়ো হয়ে তারা মানববন্ধন করেন। মানববন্ধনকারীরা ঠিকাদারী প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের কার্যাদেশ বাতিল করে, নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে অতিদ্রুত কাজ সমাপ্তের দাবি জানানা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন স্থানীয়রা।

স্থানীয় আমির আলী বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কের অবস্থা খুবই খারাপ। রাস্তা দিয়ে চলাচলের কোন উপায় নেই। যখন তখন দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের স্বস্তিতে রাখতে অতিদ্রুত সড়কটি সংস্কার করা দরকার।

সাইফুল ইসলাম নামের আরেক ব্যক্তি বলেন, কোন রোগীও রাস্তা দিয়ে যাতায়েত করতে পারে না। শুকনোর সময় বাড়িঘর ধুলোয় ভরে যায়, বৃষ্টির সময় কাঁদা পানিতে আমাদের জীবন যায়। এই অবস্থায় এলাকাবাসীকে বাঁচাতে হলে ঠিকাদারি প্রতিষ্ঠান ও বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে আইনের আওতায় আনতে হবে। এক সপ্তাহের মধ্যে যদি নতুন করে কাজ শুরু না হয়, তাহলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন মানববন্ধনকারীরা।

সড়ক বিভাগ সূত্রে জানা যায়, ৩৩ দশমিক ৮৭ কিলোমিটার দৈর্ঘ্যের বাগেরহাট-রামপাল-মোংলা আঞ্চলিক মহাসসড়কটি প্রশস্তকরণ, সম্প্রসারণ ও সংস্কারের জন্য ৪টি প্যাকেজে ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২০২২ সালের আগষ্ট মাসে কার্যাদেশ দেওয়া হয়। ৮ ব্রিজ, ২১ টি কালভার্ড ও জমি অধিগ্রহনসহ যার নির্মান ব্যয় ধরা হয়েছে ৪৬৭ কোটি টাকা। প্রথম প্যাকেজে দশানী থেকে হেলাতলা পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্স।দুই দফা সময় বাড়ানো হলেও প্রতিষ্ঠানটি মাত্র ১৫ শতাংশ কাজ শেষ করতে পারেনি ঠিকাদার। অবশেষে ২২ মে ঠিকাদারের সাথে চুক্তি বাতিল করেছে সড়ক বিভাগ।

নতুন ঠিকাদার নিয়োগের জন্য কাজ চলছে বলে জানান সড়ক বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম। তিনি বলেন, এই সড়কের ৪টি প্যাকেজের তিনটি প্যাকেজের কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। কিন্তু প্রথম প্যাকেজের কাজ দুই দফায় সময় বাড়িয়েও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স। যার কারণে আমরা ওই ঠিকাদারের চুক্তি বাতিল করা হয়েছে। আমরা অতিদ্রুত নতুন করে দরপত্র আহবান করব। এজন্য সব ধরণের প্রস্তুতি চলছে।##

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019