২০ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ আবু সুফিয়ান
পঞ্চগড় প্রতিনিধি:
বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে পঞ্চগড় সদর উপজেলার ব্যারিস্টার বাজার এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ৮ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ইব্রাহিম আলী (৪৮) নামে একজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ জুন) রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. মেহেদী পিয়াস জয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ইব্রাহিম আলী নিজ মালিকানাধীন ‘ভাই বোন ফার্মেসি’র আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন। অভিযান চলাকালে তাকে ওই ফার্মেসি থেকে আটক করা হয়।
পরে তার পঞ্চগড় সদরের পূর্ব মোলানিপাড়া এলাকার বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির ছাদের উপর রাখা দুটি ব্যাগ থেকে ৮ হাজার ৪০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ২৫ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
আটকের পর ইব্রাহিম আলীকে পঞ্চগড় আর্মি ক্যাম্পে নেয়া হয় এবং পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে মেজর মো. মেহেদী পিয়াস জয় বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সারাদেশে জনকল্যাণমূলক কাজে নিয়োজিত রয়েছে। এরই অংশ হিসেবে আমরা মৌলানিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ একজনকে আটক করি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, “মাদকসহ আটক ইব্রাহিম আলীকে হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন।”