২০ নভেম্বর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা! দর্শনায় দাড়ানো ট্রাকে আগুন ধরিয়েছে দুর্বৃত্তরা বিরামপুর রেলস্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে সাংবাদিক সম্মেলন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বড় বোনের ইন্তেকাল
ভাতিজার জমি দখলের অভিযোগে চাচার বিরুদ্ধে থানায় অভিযোগ, আতঙ্কে পরিবার

ভাতিজার জমি দখলের অভিযোগে চাচার বিরুদ্ধে থানায় অভিযোগ, আতঙ্কে পরিবার

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :বাগেরহাটের মোরেলগঞ্জে নিশানবাড়ীয়া ইউনিয়নে ভাতিজার জমি দখল করে নিয়েছে আপন চাচা। বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় পরিবার। প্রভাবশালী চাচার অব্যাহত হুমকীতে পরিবার পরিজন নিয়ে আতংকে রয়েছে ওই পরিবারটি। অসহায় পরিবারের দাবী পৈত্রিক ভিটেমাটি ফিরে পাওয়ার। এ ঘটনায় শনিবার মোরেলগঞ্জ থানায় লিটন হাওলাদার বাদী হয়ে আপন চাচা আলতাফ হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের হরতকিতলা গ্রামের মৃত আব্দুল আউয়াল হাওলাদারের পৈত্রিক ৩ শতক জমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে জোরপূর্বক দখল করে নিয়েছে তারই আপন সেজ ভাই আলতাফ হোসেন হাওলাদার। ২০১৪ সালে আউয়াল হাওলাদারের মৃত্যুর পরে অসহায় স্ত্রী গোলবানু বেগম ৫ ছেলে মেয়েকে নিয়ে পেটের তাগিদে ঢাকায় দিনমজুরের কাজ করে কোন রকম দিনযাপন করে। পরবর্তীতে গ্রামের বাড়ীতে ছেলে মেয়েদের নিয়ে ফিরে এলে প্রভাবশালী আলতাফ হোসেন তাদেরকে মারধর করে তাড়িয়ে দেয়। এঘটনায় স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও তার স্বামীর ভিটেমাটি ফেরত পাননি। সর্বশেষ ১০ জুন গোলবানু বেগমের ছেলে লিটন হাওলাদার ও তার বোন আসমা বেগম চাচার নিকট তার বাবার জমি ফেরত চাইলে আসমাকে মারপিটসহ এলাকা ছেড়ে যাওয়ার জন্য হুমকী অব্যাহত রাখে। প্রভাবশালী চাচার আতংকে এখন গোটা পরিবার। বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন।

অসহায় বৃদ্ধ গোলবানু বেগম ও তার ছেলে লিটন হাওলাদার অজোরে কেঁদে বলেন, ১১বছর আগে স্বামী মারা গেছে। ছোট ছোট ৫টি ছেলে মেয়ে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ধর্না দিয়েছি দুমুঠো ভাতের জন্য। প্রভাবশালী চাচা বিগত সরকারের দলীয় প্রভাবে গ্রামের বাড়ী ঢুকতে দেয়নি। দখল করে নিয়েছে স্বামীর ভিটে মাটি টুকুও। স্বামী আব্দুল আউয়ালের নামের ৮ম শ্রেণী পাশের সার্টিফিকেট চুরি করে নিয়ে নিজেকে আউয়াল হাওলাদারের পরিচয় দিয়ে আলতাফ হোসেন সেনাবাহীনীতে চাকুরী নিয়েছিলেন। মিশনসহ সরকারী সকল সুযোগ সুবিদা গ্রহণ করে অবসরেও গেছেন। নিজের প্রকৃত পরিচয় গোপন করে আলতাফ হোসেন নাম বাদ দিয়ে বড় ভাই আব্দুল আউয়াল হাওলাদার নাম ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র করেছেন। কিভাবে একই পিতার দুই সন্তানের একই নামে জাতীয় পরিচয়পত্র হয়? তিনি এ বিষয়ে তদন্তের জন্য উর্ধতন প্রশাসনের প্রতি দাবী জানান। অসহায় এ পরিবারটি তার স্বামীর ভিটে মাটি ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে আলতাফ হোসেন আলতাফ বলেন, এন আইডি অনুযায়ী আব্দুল আউয়াল হাওলাদার নামে তিনি সেনা বাহিনীতে চাকুরী নেওয়ার সময় ভেরিফিকেশন অনেক যাচাই বাচাইয়ের পরেই তার চাকুরী হয়েছে। তার ডাক নাম আলতাফ হোসেন। বড় ভাই আব্দুল আউয়াল পৌনে ২কাঠা জমি তার নিকট বিক্রি করার কথা বলে টাকা নিয়েছে লিখিতও রয়েছে। তবে রেজিস্ট্রি দেয়নি। তিনি কারো জমি দখল করেননি।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবুর রহমান বলেন, নিশানবাড়ীয়ায় পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধে লিটন হাওলাদার একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। # ##

#

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019