২০ নভেম্বর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে জামাল হোসেন (৩৮) নামে কুখ্যাত মাদক কারবারিকে ৭০০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টডলসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ৮ টায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের দিঘীরত্না গ্রামে অভিযান চালিয়ে জামাল হোসেনকে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জামাল হোসেন (৩৮) দিঘীরত্না গ্রামের আনছার আলীর ছেলে।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্ত্বে নবাবগঞ্জ থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাদুরিয়া ইউনিয়নের দিঘীরত্না গ্রামে অভিযান পরিচালনা করে জামাল হোসেনকে বাড়ির প্রবেশ গেটের সামনে রাস্তার উপর থেকে ৭০০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, জামাল হোসেন একজন কুখ্যাত মাদক কারবারি। কোন মাদক কারবারির ঠাই দিনাজপুরে হবে না। এসপি স্যারের নির্দেশনায় মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।