১৫ Jul ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন, ১৯শে মহর্রম, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
জামাল কাড়াল বরিশাল
বরিশালে বাজারে নির্মাণ হওয়া স্টলের বরাদ্দ পাওয়ার দাবীতে মানববন্ধন করেছেন ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা।আজ রোববার (২ ফ্রেরুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বরিশাল সিটি করপোরেশনের সামনে হাতেম আলী কলেজ চৌমাথা বাজার ব্যবসায়ী সমিতির ব্যানারে এ মানববন্ধন হয়।
সংগঠনটির সভাপতি সভাপতি শহিদ খান বলেন, ব্যবসায়ীরা সরকারি সকল নিয়মকানুন মেনে প্রায় তিন যুগ ধরে বাজারের পাশে বসে ফল ব্যবসা করে আসছেন। সিটি কর্পোরেশন সৃষ্টি হওয়ার পর এ পর্যন্ত যত মেয়র দায়িত্বপালন করেছেন তারা সবাই বিভিন্ন সময় বাজার আধুনিকায়নের নামে ফল ব্যবসায়ীদের সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বাজারের ভিতর স্টল নির্মাণ করে করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু হঠাৎ বর্তমান সময়ে স্টল নির্মাণের পর সিটি কর্পোরেশন থেকে ইজারার নামে অনেক অর্থ ধার্য করা হয়েছে। যা ক্ষুদ্র ব্যবসায়িদের পক্ষে সম্ভব নয়।
তারা অল্প বরাদ্দে যেন নির্মাণকৃত স্টল পেতে পারেন সে লক্ষ্যে বরিশাল সিটি করপোরেশন প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।