২১ নভেম্বর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
ঢাকার সাভারের আশুলিয়ায় পুলিশের এসআইকে মারধর করে আওয়ামী লীগ কর্মী এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা বিরুদ্ধে।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আশুলিয়ার থানাধীন নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকাস্থ আওয়ামী লীগ কর্মী মাদক ব্যবসায়ী মো. রাকিব ভূঁইয়াকে আশুলিয়া থানা পুলিশ সাদা পোশাকে আটক করে।
থানায় নিয়ে আসার সময় আসামির বড় ভাই ৬ নম্বর ওয়ার্ড মেম্বার ও ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং তার চাচা মো. কালাম মাতব্বর (বিএনপি নেতা) সহ অজ্ঞাত ৪০-৪৫ জন পুলিশের গাড়িতে হামলা করে।
এ সময় সাদা পোশাকে থাকা আশুলিয়া থানার এসআই রবিউল ইসলামকে মারধর করে গাড়ি থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত এসআই রবিউল ইসলামকে উদ্ধার করে গণ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য ভর্তি করে। ঘটনাস্থল থেকে ১০-১৫ জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় আশুলিয়া থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।