২১ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মো:নাঈম মোঘল বানারী পাড়া প্রতিনিধি,বানারীপাড়া সৈয়দ কাঠি ইউনিয়নের মসজিদ বাড়ি গ্রামে নদী ভাঙ্গলের কবলের খুব কাছে কিছু শিক্ষা প্রতিষ্ঠান ঘটনাস্থলে গিয়ে জানাজায় অবৈধভাবে গড়ে তোলা একটি ব্রিক ফিল্ডে নদীর পাড় থেকে মাটিকাটা এবং নদী থেকে বালু উত্তোলন ভাঙ্গনের মূল কারণ। ভাঙ্গনের কাছ থেকে ১০০ থেকে ২০০ ফিটের ভিতর রয়েছে মসজিদ বাড়ি ইসলামিয়া কলেজ, মাদ্রাসা, এতিমখানা এবং মসজিদ বাড়ি মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেকোনো সময় নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে। এ ব্যাপারে মসজিদ বাড়ি স্থানীয়দের কাছে জানতে চাইলে হাবিবুর রহমান নামে এক ব্যক্তি বলেন নদী ভাঙ্গনের অন্যতম একটি কারণ হচ্ছে অবৈধভাবে গড়ে ওঠা সুমনের এই ব্রিকফিল্ড এখানে বসে শুধু পরিবেশ নষ্টই হতো না মাদকের ব্যবসা করা হতো যার কারণ আমরা এলাকাবাসী মানববন্ধন এবং এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করার ফলে পরিবেশ অধিদপ্তর থেকে এই ব্রিকফিল্ডটি বন্ধ করে দেওয়া হয় নদী থেকে সুমন নিয়মবহির্ভূত মাটি কাটতো যার ফলে আমরা ভাঙ্গনের মুখে পড়েছি এবং ব্রিক ফিল্ডের ধোঁয়া এবং ময়লায় এলাকা ছেয়ে যায় এটি একটি জনবসতি এলাকা এবং স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে এখানে এই ব্রিক ফিল্ড কোনোভাবেই পরিচালনা করা সম্ভব নয়। সাখাওয়াত হোসেন নামে আরেক ব্যক্তি বলেন আমরাই সুমনকে জমি লিচ দিয়েছিলাম কিন্তু পরিবেশের কথা চিন্তা করে এখন আর লিচ দিতে চাচ্ছি না কিন্তু সুমন জোরপূর্বক এখানে ব্রিক ফিল্ড পরিচালনা করতে চাচ্ছে। এ ব্যাপারে ব্রিকফিল্ডের এর মালিক সুমনের কাছে জানতে চাইলে তিনি বলেন এটি আমার ক্রয় কৃত সম্পত্তি এখানে বিগত দিনে ব্রিক ফিল্ড ছিল কিন্তু গত আওয়ামী লীগ সরকারের আমলে আমি বিএনপি করায় আমার ব্রিকফিল্ডটি ভেঙে ফেলা হয় জিজ্ঞেস করা হয় আপনিতো জমি লিচ নিয়েছেন জবাবে তিনি বলেন কিছুটা লিচ আছে বাদ বাকিটা আমার ক্রয় কৃত সম্পত্তি। অপর একটি সূত্র থেকে জানা যায় ওখানে সুমনের কোন সম্পত্তি নেই লিচ নেওয়া সম্পত্তির উপরেই তিনি ব্রিকফিল্ড পরিচালনা করেছেন। এদিকে এলাকাবাসী দাবি করেছেন যত দ্রুত সম্ভব পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নদী ভাঙ্গনরোদের ব্যবস্থা করা হোক না হলে আমরা এলাকাবাসী সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো একসময় নদীগর্ভে বিলীন হয়ে যাবো ।