২১ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :”ঝালকাঠিতে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৪ ই ডিসেম্বর সকালে ঝালকাঠি শহরের পৌর খেয়াঘাট সংলগ্ন বধ্যভূমিতে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আশরাফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ,সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক আ্যাডভোকেট সৈয়দ হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব আ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার, জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা, বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা, সাংবাদিকসহ নানান শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের শেষ দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে দেশের বুদ্ধিজীবীদের নির্মম হত্যার নৃশংস ঘটনা স্মরণ করেন। তারা বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ সংগঠিত হলেও পরাজয় নিশ্চিত জেনে হানাদার বাহিনী নীলনকশার মাধ্যমে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।