২১ নভেম্বর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ বিজিবির টহল দল দামুড়হুদার ভারতীয় সীমান্তবর্তী হুদাপাড়া গ্রাম হতে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি ও ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লে: কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি) সোমবার রাতে সাংবাদিকদের জানায়,দামুড়হুদার মুন্সিপুর ৬ বিওপি’র সদস্যরা সোমবার সন্ধ্যায় হুদাপাড়া গ্রামের একটি মাঠ হতে একটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি ও ৪৭ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।রাতেই উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্য বিজিবি’র ব্যাটালিয়ন সদরে জমা দেয়া হয়েছে। এছাড়া দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করা রয়েছে।