২১ নভেম্বর ২০২৫, ০৩:২২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার
দামুড়হুদায় ৮০ লিটার চোলাই মদসহ ডিবি পুলিশের হাতে এক মাদক কারবারি আটক হয়েছে।
সোমবার সকাল ৬টায় চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মশিয়ার রহমানের তত্বাবধানে এস আই (নি:) মুহিদ হাসান সঙ্গীয় ফোর্সসহ দামুড়হুদা থানাধীন লোকনাথপুর গ্রামের পুর্ব পাড়ায় এক অভিযান চালায়। এসময় দর্শনা থানার পরানপুর গ্রামের স্কুল পাড়ার মৃত আলী কদরের ছেলে আশরাফুল (৪০)কে ৮০ লিটার চোলাই মদসহ আটক করা হয়।
দামুড়হুদা থানায় আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।দামুড়হুদা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ জানান, মাদকসহ আশরাফুল ইসলাম নামে একজনকে ডিবি আটক করে দামুড়হুদা থানায় সোপার্দ করেছে।তার বিরুদ্ধে দামুড়হুদা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।