০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ নাঈম মোঘল বানারীপাড়া প্রতিনিধি : আজ ৫ই নভেম্বর গোপন তথ্যের ভিত্তিতে বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে চৌকস পুলিশ কর্মকর্তা এসআই আল-মামুনের সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে মহিষাপোতা গ্রামের বাসিন্দা বানারী পাড়ার মাদক সম্রাট শাকিলের বাড়ি থেকে ৪ কেজি গাঁজা সহ তার স্ত্রী মাদক বিক্রেতা মিমকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ শাকিলের বাসস্থানে অভিযান চালায় শাকিল পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই সটকে পড়ে শাকিলকে না পেলেও তার ঘর থেকে বেশকিছু পোটলায় বিপুল পরিমাণে গাঁজা জব্দ করা হয়।পরবর্তীতে শাকিলের স্ত্রী মিমকে ১ নম্বর ও শাকিলকে ২ নং পলাতক আসামি করে থানায় একটি মাদক মামলা দায়ের হয়। এ বিষয়ে মাদক ব্যবসায়ী শাকিলের বাবা দুঃখ প্রকাশ করে বলেন আমার ছেলে শাকিলের কর্মকাণ্ডে আমি নিজেই লজ্জিত এবং প্রশাসনের কাছে মাদক ব্যবসায়ী ছেলের শাস্তির দাবি করছি অথচ অপর একটি সূত্র থেকে জানা যায় শাকিল এর মাদক ব্যবসায় তার বাবাও অগোচরে সহায়তা করেন।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোস্তফা জানান আমি বানারীপাড়া থানায় মাদকের উপরে জিরো টলারেন্স ঘোষণা করেছি। মাদক সেবক সেবিকা বা মাদক ব্যবসায়ী যতই প্রভাবশালী হোক তাদের আইনের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। এদিকে সচেতন মহলের দাবি
শুধু শাকিল নয় সকল মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হোক এবং মাদক এর বিরুদ্ধে এ অভিযান যেন চলমান থাকে এবং এদেরকে যারা মদত দেয় তাদেরকেও গ্রেফতার করা হোক ।