০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জিয়াদুল ইসলাম (লিমন)
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এবার হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজায় আনসার নিয়োজিত করার জন্য ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। জানা যায় দূর্গাপূজায় বাছাইকৃত আনসারদের ৩ থেকে ৬শত টাকা দিতে হয়েছে বলে বিভিন্ন মণ্ডপে দায়িত্বরত আনসারগন জানিয়েছেন।
কোটালীপাড়া উপজেলায় এ বছর ৩২২ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে তবে এসব মণ্ডপের নিরাপত্তার জন্য ২ হাজার ৬৩ জন আনসার নিয়োগ দেওয়া হয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইউনিয়ন আনসার ও ভিডিপি কমান্ডারদের মাধ্যমে এসকল আনসার সদস্য নিয়োগ দিয়েছেন। নিয়োগপ্রাপ্ত প্রতিজন আনসারকে ৫দিনের ডিউটির জন্য ২৮শত ৫০ টাকা করে দেওয়া হবে বলে জানা গেছে। এই টাকা প্রতিজন আনসারকে মোবাইল ফোনের মাধ্যমে দেওয়ার কথা রয়েছে। তাই প্রতি আনসারের কাছ থেকে অগ্রিম ৩থেকে ৬শত টাকা নেওয়া হয়েছে বলে বিভিন্ন পূজা মন্ডপে ডিউটিরত আনসারগণ জানিয়েছেন।
উপজেলার পশ্চিম বান্ধাবাড়ি সার্বজনীন দূর্গা মন্দিরের ডিউটিরত আনসার বিলকিস বেগম ও নেহার বেগম বলেন, বান্ধাবাড়ি ইউনিয়নের সহকারী কমান্ডার আব্দুল জলিল এর নিকট ডিউটির জন্য ৬শত টাকা করে দিয়েছি ।
এ ব্যাপারে আব্দুল জলিলের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান ভ্যান ভাড়া মাস্টার রোলসহ বিভিন্ন খরচ বাবদ আমরা কিছু টাকা গ্রহণ করেছি। এই টাকা থেকে আবার কিছু অফিসের খরচ বাবদও দিতে হয়েছে।
এছাড়া হিরণ ইউনিয়নের পোলসাইর গ্রামের ৮টি পূজা মন্ডপ ঘুরে শুধু ঠাকুর বাড়ি সার্বজনীন দূর্গা মন্ডপে ২জন আনসার সদস্যকে ডিউটি করতে দেখা গেছে। এই ৮টি মন্ডপে ৫২ জন আনসার সদস্য ডিউটি করার কথা রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, হিরণ ইউনিয়নের সহকারী কমান্ডার কল্পনা বিশ্বাস তপুর মাধ্যমে এই ৫২জন আনসারকে নিয়োগ দেওয়া হয়েছে। কল্পনা বিশ্বাস তপু ভুয়া নাম দিয়ে আনসার সদস্যদের ডিউটির টাকা আত্মসাৎ করার পায়তারা করছেন। এ বিষয়ে কল্পনা বিশ্বাস তপুর কাছে জানতে চাওয়া হলে তিনি কোন প্রকার মন্তব্য করতে রাজি হয়নি।
উপজেলা আনসার ভিডিপি অফিসার রুশান খান বলেন, দূর্গাপূজায় ডিউটির জন্য আনসার সদস্যদের নিয়োগ দিতে কেউ কোন টাকা নিয়ে থাকলে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।