০৯ নভেম্বর ২০২৫, ০১:৪১ অপরাহ্ন, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, রবিবার, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও লিফলেট বিতরণ বানারীপাড়ায় জামায়াতের উদ্যোগে ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত বাবুগঞ্জের ধুমকেতু ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলা — দুই সহোদর গুরুতর আহত জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন ———————— তোবারক সভাপতি, লিটন সাঃ সম্পাদক বরিশালের রসুলপুরে অস্ত্র, মাদক ও ২০ লাখ টাকাসহ নারী আটক মোরেলগঞ্জে বিষখালী নদীর সেতুর সংযোগ সড়ক ভেঙে যান চলাচল বন্ধ বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল ডিবি পুলিশের হাতে আটক স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষে ভোট দিতে হবে – ব্যারিষ্টার নওশাদ জমির বানারীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন;
পূজার ডিউটিতে উৎকোচ গ্রহনের অভিযোগ

পূজার ডিউটিতে উৎকোচ গ্রহনের অভিযোগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জিয়াদুল ইসলাম (লিমন)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এবার হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজায় আনসার নিয়োজিত করার জন্য ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। জানা যায় দূর্গাপূজায় বাছাইকৃত আনসারদের ৩ থেকে ৬শত টাকা দিতে হয়েছে বলে বিভিন্ন মণ্ডপে দায়িত্বরত আনসারগন জানিয়েছেন।
কোটালীপাড়া উপজেলায় এ বছর ৩২২ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে তবে এসব মণ্ডপের নিরাপত্তার জন্য ২ হাজার ৬৩ জন আনসার নিয়োগ দেওয়া হয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইউনিয়ন আনসার ও ভিডিপি কমান্ডারদের মাধ্যমে এসকল আনসার সদস্য নিয়োগ দিয়েছেন। নিয়োগপ্রাপ্ত প্রতিজন আনসারকে ৫দিনের ডিউটির জন্য ২৮শত ৫০ টাকা করে দেওয়া হবে বলে জানা গেছে। এই টাকা প্রতিজন আনসারকে মোবাইল ফোনের মাধ্যমে দেওয়ার কথা রয়েছে। তাই প্রতি আনসারের কাছ থেকে অগ্রিম ৩থেকে ৬শত টাকা নেওয়া হয়েছে বলে বিভিন্ন পূজা মন্ডপে ডিউটিরত আনসারগণ জানিয়েছেন।
উপজেলার পশ্চিম বান্ধাবাড়ি সার্বজনীন দূর্গা মন্দিরের ডিউটিরত আনসার বিলকিস বেগম ও নেহার বেগম বলেন, বান্ধাবাড়ি ইউনিয়নের সহকারী কমান্ডার আব্দুল জলিল এর নিকট ডিউটির জন্য ৬শত টাকা করে দিয়েছি ।
এ ব্যাপারে আব্দুল জলিলের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান ভ্যান ভাড়া মাস্টার রোলসহ বিভিন্ন খরচ বাবদ আমরা কিছু টাকা গ্রহণ করেছি। এই টাকা থেকে আবার কিছু অফিসের খরচ বাবদও দিতে হয়েছে।
এছাড়া হিরণ ইউনিয়নের পোলসাইর গ্রামের ৮টি পূজা মন্ডপ ঘুরে শুধু ঠাকুর বাড়ি সার্বজনীন দূর্গা মন্ডপে ২জন আনসার সদস্যকে ডিউটি করতে দেখা গেছে। এই ৮টি মন্ডপে ৫২ জন আনসার সদস্য ডিউটি করার কথা রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, হিরণ ইউনিয়নের সহকারী কমান্ডার কল্পনা বিশ্বাস তপুর মাধ্যমে এই ৫২জন আনসারকে নিয়োগ দেওয়া হয়েছে। কল্পনা বিশ্বাস তপু ভুয়া নাম দিয়ে আনসার সদস্যদের ডিউটির টাকা আত্মসাৎ করার পায়তারা করছেন। এ বিষয়ে কল্পনা বিশ্বাস তপুর কাছে জানতে চাওয়া হলে তিনি কোন প্রকার মন্তব্য করতে রাজি হয়নি।
উপজেলা আনসার ভিডিপি অফিসার রুশান খান বলেন, দূর্গাপূজায় ডিউটির জন্য আনসার সদস্যদের নিয়োগ দিতে কেউ কোন টাকা নিয়ে থাকলে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019