২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, শনিবার, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনে রুদ্ররূপ: তুলছে বালু ভাঙছে নদী পুড়ছে কপাল কাঁদছে মানুষ চুয়াডাঙ্গায় আলমডাঙ্গায় ড্রাগন বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১ প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় ঝালকাঠির লিটন চন্দ্র হালদার গ্রেফতার আগৈলঝাড়ার বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মোনাজাত ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলার মনপুরায় তাসরিফ লঞ্চে হামলা, আহত ৫। বানারীপাড়ায় মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। তেঁতুলিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন চুয়াডাঙ্গায় কল্যাণ সভায় পুলিশ সুপার পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থেকে সর্বোচ্চ পুলিশী সেবা প্রদানের আহবান চুয়াডাঙ্গায় উথলীতে কীটনাশকের দোকানে জরিমানা চুয়াডাঙ্গার দর্শনায় জনতা ব্যাংক পিএলসি’র নতুন ভবনে স্থানান্তরের উদ্ধোধন
শালিকে বিয়ে করলেন ছেলে, শাশুড়িকে নিয়ে উধাও বাবা

শালিকে বিয়ে করলেন ছেলে, শাশুড়িকে নিয়ে উধাও বাবা

আজকের ক্রাইম ডেক্স

রাজশাহীর পুঠিয়ায় স্ত্রী-কন্যাকে অস্বীকার করে খালা শাশুড়ির মেয়েকে নিয়ে সংসার পেতেছেন নাসিম আলী (২২) নামের এক যুবক। আর ছেলের নতুন শাশুড়িকে নিয়ে লাপাত্তা নাসিমের বাবা জামাল উদ্দিন। আর নাসিমের প্রথম স্ত্রী সন্তান নিয়ে স্বামীর বাড়ির সামনে অবস্থান নিয়েছেন।

সম্প্রতি পুঠিয়ার গণ্ডগোহালী গ্রামের জামালগঞ্জ পাড়ায় এ ঘটনা ঘটেছে৷ এ ঘটনায় পুরো এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, বিয়ের পর খালা শাশুড়ির মেয়ে সুরাইয়া আক্তার রাহীর (১৫) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নাসিমের। এদিকে, নাসিমের বাবা জামাল উদ্দিন বাবু (৪৫) ছেলের খালা শাশুড়ি বর্তমান স্ত্রী রাহীর মা শাবানা খাতুনের (৩০) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ছেলে দ্বিতীয় বিয়ে করার পর জামালও শাবানা খাতুনকে নিয়ে লাপাত্তা হয়ে যান৷

অপরদিকে, নাসিমের স্ত্রী তার কন্যাকে নিয়ে স্বামীর বাড়ির সামনে অবস্থান করছেন দুদিন ধরে। নাসিম দ্বিতীয় স্ত্রী নিয়ে বাড়িতে অবস্থান করছেন। বাইরে অবস্থান করলেও স্বামীর বাড়িতে প্রবেশ করতে পারছেন না নাসিমের স্ত্রী মাহিন খাতুন (২০)। মাহিন নাটোরের সিংড়া উপজেলার মাঝগ্রামের মাহবুব আলীর মেয়ে।

মাহিনের বাবা মাহবুব আলী বলেন, ‘প্রায় দেড় বছর আগে পারিবারিক সম্মতি ও দেখাশোনার মাধ্যমে মেয়ের বিয়ে দেন। দেড় মাস আগে তাদের একটি কন্যাসন্তানও হয়েছে। প্রায় তিন মাস আগে গর্ভবতী অবস্থায় নাসিমের বাড়ি থেকে তিনি বাড়িতে নিয়ে যান। এরপর থেকে জামাই কোনো খোঁজখবর নেয়নি। গতকাল বুধবার আমরা পারিবারিকভাবে মেয়ের শশুরবাড়ি যাই। কিন্তু তারা আমাদের কাউকে বাড়ি ভেতরে যেতে দেয়নি। জামাইকে এ পর্যন্ত পাঁচ লাখ টাকা দিয়েছি।’

এদিকে, নাসিম এক সপ্তাহ আগে তার খালা শাশুড়ির মেয়ে সুরাইয়া আক্তার রাহীকে ও তার বাবা রাহীর মা শাবানা খাতুনকে বিয়ে করে লাপাত্তা হওয়ার ঘটনা জানাজানি হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, এ বিষয়ে নাসিমের প্রথম স্ত্রীর বাবা একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019