২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, শনিবার, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধার পুত্র বাবু শরীফ ও পুত্র বধু সম্পা আক্তারকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা শহিদুল ইসলাম মাস্টারের বিরুদ্ধে।
এ ঘটনাটি ঘটেছে শুক্রবার কেদারপুর ইউনিয়নের ভুতেরদিয়া গ্রামের শরীফ বাড়িতে। স্থানীয়রা আহত বাবু শরীফ ও তার স্ত্রীকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
মুক্তিযোদ্ধার স্ত্রী ফিরোজা বেগম সাংবাদিকদের জানান, তার স্বামী বীর মুক্তিযোদ্ধা আজিজ শরীফের মৃত্যুর পরে তার জামাতা কেদারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক থাকার সুবাদে দলীয় প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধার ভাতা ও জমিজমা জোরপূর্বক দখল নিয়ে যেত। এ নিয়ে শুক্রবার আমার ছেলে বাবু শরীফের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ছেলের ডাক চিৎকারে আমি ও আমার পুত্র বধু সম্পা আক্তার এগিয়ে গেলে আমাদেরকে পিটিয়ে জখম করে।
স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা শহিদুল ইসলাম মাস্টার কেদারপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারীর প্রধান সহযোগী থাকায় মুক্তিযোদ্ধা আজিজ শরীফের পরিবার সহ এলাকার একাধিক অসহায় পরিবারের জমিজমা দখল সহ বিভিন্ন অভিযোগ রয়েছে এই যুবলীগ নেতার বিরুদ্ধে।
এ ব্যাপারে যুবলীগ নেতা শহিদুল ইসলাম মাস্টার এর সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ মাকসুদুর রহমান বলেন, ঘটানাটি শুনেছি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।n