২১ নভেম্বর ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় একটি ইঁদুরের গর্তের ভিতর থেকে ৩৬টি গোখরা সাপের বাঁচ্চা ও একটি মা সাপসহ ৪২টি সাপের ডিম উদ্ধার হয়েছে।
রবিবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের পশ্চিমপাড়ার মিলন হোসেনের বাড়ি থেকে সাপুরে স্থানীয় সাপুড়ে ইসাহাক মা গোগরা সাপ,বাচ্চা ও ডিম উদ্ধার করে। সাপুড়ে ইসাহাক বলেন,ওই দিন রাতে মিলন হোসেনের বাড়িতে থাকা ইদুঁরের গর্ত খুড়ে একটি প্রাপ্তবয়স্ক গোখরা ও ৩৬ টি গোখরার বাঁচ্চা ও একটি প্রাপ্তবয়স্ক মা সাপ উদ্ধার করি। ওই গর্ত থেকে ৪২টি সাপের ডিমও উদ্ধার হয়। পরে স্থানীয়রা সাপের বাচ্চাগুলো পিটিয়ে মেরে ফেলে।
মিলন হোসেন বলেন, বিকেলে আমার মেয়ে একটি সাপের বাঁচ্চা দেখে চিৎকার দিলে আমরা সাপটি মেরে ফেলি।সন্ধ্যায় সাপুড়েকে খবর দিলে সে গর্ত খুড়ে ৩৬টি গোখরা সাপের বাঁচ্চা ও একটি মা সাপসহ ৪২টি সাপের ডিম উদ্ধার করে।এলাকায় বর্তমানে সাপ আতঙ্ক বিরাজ করছে।