২১ নভেম্বর ২০২৫, ০২:০৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা গাইটঘাট নামক স্থানে ট্রেনের সঙ্গে ইঞ্জিনচালিত আলমসাধু রেল ক্রসিং পার হওয়ার সময় সংঘর্ষে চালক ছিটকে পড়ে মারাত্নক জখম হয়েছে।
শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ৯ টায় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গাগামী গাইডঘাট নামক স্থানে পৌছালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মাজহাট গ্রামের হেলাল উদ্দিনের ছেলে আলমসাধু চালক ইসরাফিল দ্রুত গাড়ি ভর্তি ড্রাগন ফল নিয়ে অরক্ষিত রেললাইন পার হবার চেষ্টা করে।কিন্তু কিছু বোঝার আগেই ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আলমসাধুর পিছনের অংশের সাথে সংঘর্ষ বাধে।এসময় আলমসাধুটি দ্বি খন্ডিত হয়ে রেললাইনের দু’পাশে পড়ে যায়। এতে আলমসাধু চালক ইসরাফিল হোসেন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জোবায়দা জামান জয়া তার মাথাসহ শরীরের বিভিন্ন আঘাতপ্রাপ্ত স্থানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়।
চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান রুপসা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ড্রাগন বোঝায় একটি আলমসাধুর সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।