২১ নভেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার রাত সাড়ে ৯ টায় দর্শনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) মোহাঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর স্কুলপাড়ায় এক অভিযান চালায়।এসময় পলাতক আসামী মৃত মওলা বক্সের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (৩৮) এর বসত বাড়ীর উঠান হতে একই এলাকার আলমগীর হোসেনের ছেলে মোঃ সাগর (২৫)কে গ্রেফতার করে।পরে তার স্বীকারোক্তিতে তার হেফাজত হতে মাদকদ্রব্য ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।এসময় তার অপর সঙ্গী পালিয়ে যায়। রাতেই গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হয়েছে।