২১ নভেম্বর ২০২৫, ০২:২০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনা থানার আড়িয়ার চক গ্রামে সাপের কামড়ে চিকিৎরত অবস্থায় হাসপাতালে এক মহিলার মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১২ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সাপের কামড়ে আক্রান্ত
চিকিৎসাধীন অবস্থায় দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়নের আড়িয়ার চক গ্রামের আহসান আলীর স্ত্রী সাজেদা বেগম (৪৫) ‘র মৃত্যু হয়।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছে। নিহতের স্বামী আহসান আলী বলেন, সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় যে কোন সময় একটি সাপ আমার স্ত্রীকে কামড় দেয়। পরে ব্যাথায় ছটফট করলে সাপটি মেরে ভোরের দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি। বেলা ১২ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, রাতের যে কোন সময় সাপের কামড়ে আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়।