২১ নভেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থানার তেঘরী গ্রামে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গণপিটুনি দেয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় দর্শনা থানার গড়াইটুপি ইউনিয়নের তেঘরী গ্রামের ওহিদুল ইসলামের স্ত্রী কণা খাতুন(১৯) নিজ ঘরের আড়াই গলাই দড়ি লাগিয়ে আত্মহত্যা করে।সে একই ইউনিয়নের গহেরপুর গ্রামের মাঝপাড়ায় কদম আলীর মেয়ে। রাতেই তার মাবাবা কণার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে নিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়।এসময় কণার মা জানায়,তার গলায় একটি ক্ষত চিহৃ ছিল। তিনি আরও জানায়,তাদের ৭/৮ মাস আগে বিয়ে হয়।বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে ও ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে কনাকে মারধর করতো। এসব কারণেই হয়তো কনাকে হত্যার পর ঝুলিয়ে রাখা হতে পারে।এদিকে এঘটনার পর স্বামী অহিদুল ইসলামকে খুজে পাওয়া যাচ্ছিল না। রাত ৯টার দিকে শ্বশুর বাড়ি গহেরপুর গ্রামে আসলে শ্বশুর বাড়ির লোকজন ও স্থানীয়দের জেরার মুখে পড়ার এক পর্যায়ে ওহিদুলকে গণপিটুনি দেয়া হয়।দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা জানায়, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। আমরা মরদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ময়না তদন্তের পর প্রকৃত কারণ জানা যেতে পারে।