২১ নভেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা ও দামুড়হুদার বিএনপির ১৩ নেতাকর্মীকে নাশকতা মামলার জামিন নিতে আদালতে যেয়ে জামিন না মঞ্জুর হলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা র দামুড়হুদা উপজেলার বাসিন্দা জেলা কৃষকদলের আহ্বায়ক মোকাররম হোসেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সহসাধারণ সম্পাদক মন্টু মিয়া, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক সাঈদ বিশ্বাস, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বাচ্চু, সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম আরিফ, যুবদল নেতা আব্দুর রাজ্জাক, বিএনপি কর্মী হাতেম ও রফিক আদালতে জামিন নিতে গেলে নাশকতা মামলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মো. তৌহিদুল ইসলাম জামিনের আবেদন নাকোচ করে তাদেরকে জেলা কারাগারে প্রেরন করার আদেশ দেন।