০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, রবিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বলতলা এলাকায় ২৯শে এপ্রিল সোমবার সকালে স্থানীয়রা রাস্তার পাশে অজ্ঞাত এক যুবককের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় ।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সুপার মোহাম্মাদ আফরুজুল হক টুটুল সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা । প্রাথমিক তদন্তে পুলিশ বলেন নিহত যুবক একজন অটোচালক তিনি ভান্ডারিয়া এলাকার রাজপাশা গ্রামের মোঃ কালাম হাওলাদারের ছেলে মোঃ কাওসার (২৩) তাকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে অটো ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল ভিকটিমের পরিবারকে আইনগত পরামর্শ প্রদান করেন এবং কাঠালিয়া থানা পুলিশকে ঘটনার রহস্য উদঘাটন ও দ্রুত অপরাধীদের গ্রেফতারের নির্দেশনা দেন।