২১ নভেম্বর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃনাঈম মোঘল নেছারাবাদ থেকে।পিরোজপুর জেলার নেছারাবাদ স্বরূপকাঠি পৌরসভার ৫ নং ওয়ার্ডের আ কলম গ্রামে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায় জমির ওয়ারিশ মূলে মালিক মনির হোসেন ও সুলতানা রাজিয়া জানান আমাদের জমি ১৬ নং আ কলম মৌজার ০৩ /১১৪ /৪৫৬ খতিয়ানে দাগ নং ২৬৪ /২৩৫ /২৫৪ /২৪০ /২৫০ /১৫১ সহ আরো
একাধিক দাগে আমাদের পূর্বপুরুষের সম্পত্তি আমরা ভোগ করে আসছি এটি আমাদের রেকর্ডীয় সম্পত্তি। বর্তমানে এই সম্পত্তিটি আমাদের একই ওয়ার্ডে বসবাসরত ফোরকান ও চঞ্চল গংরা পেশি শক্তির জোরে জোরপূর্ব দখল করে নিতে চাচ্ছে তারা রাতের আঁধারে আমাদের জমিতে বেড়া দিয়েছেন এই জমিতে ১৪৪ ও ১৪৫ জারি করা আছে যার মামলা নাম্বার নেছারাবাদ এমপি ৪৭৩ /২৩ যা বর্তমানে আদালতে চলমান। এ ব্যাপারে অভিযুক্ত ফোরকানের কাছে মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন এই সম্পত্তি আমাদের ক্রয়কৃত এবং এ বিষয়ে মেয়র মহোদয় সালিশ বৈঠক করে দিয়েছেন কিন্তু মনির বলেন এ নিয়ে চেয়ারম্যান মহোদয়ের কাছে গিয়েছিলাম কিন্তু তিনি কোন সিদ্ধান্ত দেননি। এ ব্যাপারে আরেক ভুক্তভোগী সুলতানা রাজিয়া বলেন ফোরকানরা যদি দলিল মূলে মালিক হয় তারা সেই দাগে সম্পত্তি ভোগ করবে আমাদের সম্পত্তির উপরে কেন জোর খাটায় আমি জমির কাছে আসলে আমাকে তারা খুন যখম করার হুমকি দেয় আমরা কি সঠিক বিচার পাবনা। এ বিষয়ে ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কাজী ওয়াহিদুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন বর্তমানে ওই জায়গায় ১৪৪ ও ১৪৫ জারি করা আছে আমি আদালতের নির্দেশ অমান্য করে ওই জায়গার সিদ্ধান্ত দিতে পারি না তবে উভয় পক্ষই জায়গা পাবে তাদের মধ্যে দাগ নিয়ে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে যদি উভয়পক্ষ আমার কাছে মামলা উঠিয়ে আসে আমি বিষয়টি সমাধান করে দেওয়ার চেষ্টা করব।