২১ নভেম্বর ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা।জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় অত্যাধিক তাপমাত্রা ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা ও দুর্যোগ মৌসুমে পূর্ব প্রস্তুতি ও দুর্যোগ বিষয়ক স্থায়ী ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য সকলের অবস্থান থেকে ফলজ ও বনজ বৃক্ষ রোপন ও পরিচর্যার আহবান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা দুর্যোগ কমিটির সদস্যবৃন্দসহ সকল সরকারি দপ্তরের প্রধানগণসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।