২১ নভেম্বর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদার কার্পাসডাঙ্গার সুবলপুরে ভৈরব নদে দেশীয় মৎস্য প্রজাতি রক্ষার লক্ষ্যে নদী হতে কোমর অপসারণ করা হয়েছে। এসময় পোড়ানো হয় অবৈধ চায়না জাল।
বুধবার বেলা ১১ টায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার নেতৃত্বে একটি দল উপজেলার
কার্পাসডাংগা ইউনিয়নের সুবলপুর ভৈরব নদে অবস্থান করেন। এসময় দলটি নদের বেশীর ভাগ অংশে চায়না ম্যাজিক জাল দেখতে পান ও ক্ষোভ প্রকাশ করেন। পরে দেশীয় মৎস্য প্রজাতি রক্ষার লক্ষ্যে উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় কর্তৃক পরিচালিত যৌথ এ দলটি নদীতে বিদ্যমান কোমর অপসারণ করাসহ চায়না ম্যাজিক জাল জব্দ করে তা বিনষ্ট করেন।