২১ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ নামক স্থানের বরিশাল – ঝালকাঠি মহাসড়কে বরিশালের রুপাতলী থেকে ছেড়ে আসা একটি মহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা দিলে একজন নিহত হয়।এসময় বাকি ৭ যাত্রীরা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে,শুক্রবার(১ডিসেম্বর) বিকেলে বরিশালের রুপাতলী থেকে পিরোজপুরগামী একটি মহেন্দ্র অতিরিক্ত গতির কারণে সড়কের পাশে একটি গাছে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে এসময় মহেন্দ্রর যাত্রী দীপঙ্কর সমদ্দার(৫৫) নিহত হন বাকিদের গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল মেডিকেলে প্রেরন করে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী জানান,দূর্ঘটনার শিকার মহেন্দ্র উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধির হেফাজতে রাখা হয়েছে। নিহত দিপঙ্কর সমদ্দারের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়ধীন আছে। তিনি আরও বলেন, খুব সম্ভবত তারা একটি ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন।