২২ মে ২০২৪, ০৭:০১ অপরাহ্ন, ১৩ই জিলকদ, ১৪৪৫ হিজরি, বুধবার, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার এবং জাতীয় জাদুঘরের মধ্যে পর্যটকদের নিরাপত্তা সংক্রান্ত বৈঠক ঘোড়াঘাটে ৮ মাদক সেবীর বিভিন্ন মেয়াদে সাজা ঘোড়াঘাটের আঁচার তৈরির জন্য কাঁচা আম যাচ্ছে ঢাকায় ঝালকাঠি উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই গ্রুপের ৪ জন গুরুতর আহত কেরু’জ চিনিকলে ১০৪ শ্রমিকের ১যুগ পর সিজিনল মৌসুমী হতে স্থায়ীকরণ, শ্রমিকদের মাঝে খুশির জোয়ার,হোটেল হোটেলে মিষ্টি বরণের ধুম এমপি আনোয়ারুল আজিমকে হত্যার পর খণ্ডবিখণ্ড করা হয়েছে: ক্যাবচালক সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বরিশালে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, পুলিশ কর্মকর্তার কারাদণ্ড গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী গাড়িতে দুর্বৃত্তদের হামলা দামুড়হুদায় নিখোঁজ বিএনপির নেতার মরদেহ পাটক্ষেতে উদ্ধার
দুর্গা পূজায় বরিশাল-২ আসনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী ওয়ার্মআপ

দুর্গা পূজায় বরিশাল-২ আসনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী ওয়ার্মআপ

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বরিশাল-২( বানারীপাড়া-উজিরপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার টিকিট প্রত্যাশী প্রাথীরা কৌশলে নির্বাচনী ওয়ার্মআপ সেরে নিয়েছেন। বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম,সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মনিরুল ইসলাম মনি,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, বরিশালের সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা,বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক,জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, শেরে বাংলার দৌহিত্র ও আওয়ামী লীগের আর্ন্তজাতিক উপ-কমিটির সদস্য একে ফাইয়াজুল হক রাজু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান এবং স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ সুখেন্দু শেখর বৈদ্য দুই উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করে ভক্ত,অনুরাগী ও পূজারীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। পৃথকভাবে পরিদর্শনে গেলেও এসময় তারা তাদের প্রায় অভিন্ন বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে চলমান উন্নয়ন-অগ্রযাত্রা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপি-জামায়াতসহ দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র-চক্রান্ত রুখে দিয়ে আবারও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে নৌকায় ভোট প্রার্থনা করেন। দল থেকে যাকেই নৌকার টিকিট দেওয়া হবে তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তারা। দুই উপজেলার পূজা মন্দিরগুলোতে এসব হেভিওয়টে নেতাদের কাছে পেয়ে সনাতন ধর্মালম্বীসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আবেগাআাপ্ল ুত ও উচ্ছ্ব¦সিত হয়ে ওঠেন। এছাড়া অপর মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. হাবিববুর রহমান খান অসুস্থতাজনিত এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও দেশের সর্বাধিক প্রচারিত পাঠক নন্দিত বাংলাদেশ প্রতিদিনের সহকারি সম্পাদক সোহেল সানি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রাসেলসে রাষ্ট্রীয় সফরে থাকায় নির্বাচনী এলাকায় পূজা মন্দির পরিদর্শনে আসতে পারেননি। তবে তারা মুঠোফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সনাতন ধর্মালম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রীর উপহারের পাশাপাশি মনোনয়ন প্রত্যাশী নেতাদের অনুদান পেয়ে উজিরপুর উপজেলার ১১৬ টি ও বানারীপাড়া উপজেলায় ৫৮টি মন্দিরে এবছর উৎসবমূখর পরিবেশে জাকজমকপূর্ণভাবে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে আওয়ামী লীগ ছাড়া বিএনপি কিংবা অন্য কোন দলের সম্ভাব্য প্রার্থীদের বানারীপাড়া ও উজিরপুরের কোন পূজা মন্দির পরিদর্শন করতে দেখা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019