২০ নভেম্বর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে চোর সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ অক্টোবর ) সকালে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে তাদেরকে আটক করে সদর থানা পুলিশ ।
আটকৃতরা হলো ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের মৃত চান্দু হাওলাদের ছেলে ফরিদুল ইসলাম ওরফে (কালু )ও নলছিটি উপজেলার কাঠিপাড়া এলাকার মৃত রুস্তম আলী হাওলাদারের ছেলে আলমগীর হাওলাদার।
এবিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন সরকার।
তিনি বলেন, এই চোর চক্রটি দীর্ঘদিন ধরে চুরি করে আসছে। এর মধ্যে ফরিদুল ইসলাম ওরফে কালু
তার বিরুদ্ধে ৮ টি মামলা রয়েছে। এ চক্রের বাকি সদস্যদেরও আইনের আওতায় আনা হবে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে মঙ্গলবার (১০ অক্টোবর ) ঝালকাঠির বিভিন্নস্থানে অভিযান চালিয়ে চোর সিন্ডিকেটের ৫ জনকে আটক করে পুলিশ।