২৪ এপ্রিল ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালী বের হয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মোশারফ হোসেন। এসময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।