২১ নভেম্বর ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেনঃ-
বরিশাল রেঞ্জে ২ বার জেলায় ৯ বারের পর আবারো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ১২ সেপ্টেম্বর মঙ্গলবার পূনরায় গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন। বরিশালের গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন ৯ বার ও দ্বিতীয়বার বরিশাল রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় বিশেষ পুরস্কার প্রদান করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জামিল হাসান বিপিএম-সেবা, পিপিএম। ১১ সেপ্টেম্বর সোমবার অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কার বিতরণ অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি ফারুক হোসেন, বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ ওহিদুল ইসলামসহ বিভাগের বিভিন্ন জেলার পুলিশ সুপারগন।১২ সেপ্টেম্বর মঙ্গলবার পূনরায় বরিশাল জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। ৯ বারের এবারো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় বিশেষ পুরস্কার প্রদান করেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ ওহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী সার্কেলসহ জেলার বিভিন্ন অফিসার ও জেলার থানার অফিসার ইনচার্জ গন।