২১ নভেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত কুমার অপু, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও একইর মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক- ই- আজম, সমিতির সাধারণ সম্পাদক কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।