২১ নভেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দুই মাইল নামক গ্রামের ইনছার আলীর ছেলে কবিরুল ইসলাম (৩৮) জন্মগতভাবে দৃষ্টি প্রতিবন্ধী লাঠির উপর ভর করে চলার পরেও থেমে থাকেনি তার উপার্জনের পথ। হতদরিদ্র হওয়ার পরেও ‘ভিক্ষা না করে, উপজেলা শহর,জেলা শহর ও গ্রামগঞ্জে ও দেশের বিভিন্ন জায়গায় ইসলামী গজল ও ছন্দ গেয়ে অর্থ উপার্জন করে তা দিয়ে চলে তিন সদস্যের পরিবার। প্রতিবন্ধি হওয়ার কারণে কেহ বিবাহ করতে রাজি হয়নি। কিন্তু এক হৃদয়বান ৫০ উর্দ্ধ এক মহিলা রেজিয়া তাকে ভালোবেসে তাঁর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাহাদের ঘরে আলোকিত করে একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেন। অন্ধপ্রতিবন্ধি কবিরুলের স্বপ্ন তাঁর মেয়েকে লেখাপড়া শিখে একজন শিক্ষিকা হিসাবে গড়ে তুলতে চান যেন সমাজের অবহেলিত শিশুদের শিক্ষাদান করতে পারেন।
৭নং দাউদপুর ইউপির চেয়ারম্যান আহসান হাবিব মুঠোফোনে বলেন, কবিরুল ইসলাম জন্মগতভাবে অন্ধ হওয়ার পরেও মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা না করে অতিকষ্ঠে লাঠির উপর ভর করে সাধারণ মানুষের কাছে গিয়ে ইসলামী গজল ও বিভিন্ন ছন্দ গেয়ে অর্থ উপার্জন করে সংসার পরিপরিচালনা করে। সরকারী ভাবে তাহাকে প্রতিবন্ধি ভাতা দেওয়া হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা দেশরত্ম শেখ হাসিনার দেওয়া উপহার রামভদ্রপুর আদর্শ উত্তরপাড়া গুচ্ছগ্রামে থাকার জন্য একটি বাড়ী পান।
কবিরুল ইসলাম বলেন দেশ ও জাতির উন্নয়নের জন্য দেশরত্ন শেখ হাসিনার সরকার বারবার দরকার।যদি কোন সহৃদয়বান ব্যক্তি অন্ধ প্রতিবন্ধীকে সাহায্য করিতে চাইলে নগদ ও বিকাশ নম্বরে সহযোগিতা করতে পারেন। নম্বরঃ ০১৭৯৬৫৭৪৫২৭।