২১ নভেম্বর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেনঃ-
ধর্ষণ চেষ্টা মামলার ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি ১৮ বছর পালিয়ে থেকেও শেষরক্ষা পায়নি। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনের দিক নিদের্শনায় গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আসাদুল ইসলাম, এএসআই আমিনুল ইসলাম সঙ্গীও ফোর্স সহ ঢাকায় অভিযান চালিয়ে পালিয়ে থাকা আসামি মতলেব বেপারীর ছেলে মানিক বেপারীকে (৪৬) রাজধানী ঢাকার রামপুরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।একই অভিযানে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি রানা সরদারকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন আজকের ক্রাইম নিউজের প্রতিনিধি বি এম মনির হোসেনকে জানান, বুধবার দিবাগত রাতে থানার এএসআই আসাদুল ইসলাম,এএসআই আমিনুল ইসলাম ঢাকার পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রানা সরদারকে গ্রেপ্তার করে। সে (রানা) গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামের দলিল উদ্দিন সরদারের ছেলে। একই অভিযানে দীর্ঘ ১৮ বছর পলাতক থাকা ধর্ষণের চেষ্টা মামলার ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি মানিক বেপারীকে ঢাকার রামপুরা এলাকা থেকে গ্রেপ্তার করে। সে (মানিক) গৌরনদীর বয়সা গ্রামের মতলেব বেপারীর ছেলে।