২১ নভেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শান্ত ইসমাম বিশেষ প্রতিনিধি : গতকাল বেলা এগারোটার দিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঠাকুরমল্লিক গ্রামের চৌকিদার বাড়ির মঙ্গোল চৌকিদার এর ছেলে শাজাহান তার নিজ পিতা ও মাতাকে মারধর করে ঘর থেকে বেরকরে দিয়েছে। আহত মঙ্গল চৌকিদার ও তার স্ত্রী রিজিয়া বেগম কে তাদের জামাতা আলীহোসেন বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। ভুক্তভোগী মঙ্গোল চৌকিদার ও তার স্ত্রী সাংবাদিকদের জানায় তাদের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। একমাত্র ছেলে শাজাহান (৪৫)অত্যান্ত ধ্রুত প্রকৃতির লোক। নিজ নামে সমুদয় সম্পত্তি নিখে দেয়ার জন্য বৃধ পিতাকে বিভিন্ন সময়ে মার ধর করেন। ইতি মধ্যে ৩০শতক জমি নিজ নামে লিখেনিতে সক্ষম হন। বাকি ৪৮ শতক জমিও লিখে দিতে চাপ প্রয়োগ করেন। তার নামে জমি লিখে না দিলে তাদেরকে জবেহ করে হত্যার হুমকি ধুমকি দেয় শাজাহান ও তার স্ত্রী শেফালী বেগম (৩৫)। তাদের ভয়ে বৃধ পিতা মাতানিজ ঘর ছেরে বাইরে বাইরে রাত জাপন করেন।
গত কাল বুধবার সকাল ১১ টার দিকে স্থানীয় লোকজন দের নিয়ে শালিসবৈঠক বসানো হলে শাজাহান মাপচেয়ে মেনে নেয়। কিন্তু লোকজন চলে যাওয়ার সাথে সাথে শাজাহানের স্ত্রী ও তার শ্বাশুরি রিজিয়া বেগমের সাথে তুমুল ঝগরা হয়। এ সময় শেফালী বেগম লাঠিদিয়ে রিজিয়া বেগম কে প্রহর করতে থাকে। রিজিয়া বেগমের ডাকচিৎকারে তার স্বামি ছুটে আসলে তাকেও প্রহর করে।
পরে তাদের কে ঘরথেকে তারিয়ে দেয়। তারা যদি এই বাসায় আাসে তবে তাদের হত্যা করার হুমকি দেয় শাজাহান ও শেফালী বেগম।
খবর পেয়ে মেয়ের জামাই আলি হোসেন তাদের কে ঘটনা স্থান থেকে তুলে নিয়ে বাবুগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।
এই কুলাঙ্গর সন্তান কে যথাযথ শাস্তির জন্য প্রশাসনের সাহায্য কামনা করেন বৃধ পিতা মাতা।