২১ নভেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
কারাগারের দেয়াল ফুটো করে বেচাকেনা, জানে না কর্তৃপক্ষ

কারাগারের দেয়াল ফুটো করে বেচাকেনা, জানে না কর্তৃপক্ষ

আজকের ক্রাইম ডেক্স : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি প্রায় ৭ হাজার। বন্দিদের নিরাপত্তার জন্য চারপাশে ভারী এবং উঁচু দেয়াল আছে।

কারাগারে প্রবেশ এবং প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার একমাত্র পথ আরপি গেট। তবে, আরপি গেটের বাইরেও কারাগারের ভারী দেয়াল ফুটো করে চলছে পান, সিগারেটসহ অন্যান্য জিনিসপত্র বেচাকেনা।

কারগারের দক্ষিণ পাশে জেলখানা রোড হালিমা গার্মেন্টস সংলগ্ন এলাকায় জেলখানার সীমানা প্রাচীরের তিনটি স্থানে ফুটো করা হয়েছে। সেখান দিয়ে স্থানীয় দোকানদারা কারাগারে ভেতর মালামাল সরবরাহ করেন।

সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত বেচাকেনা চলে। এসব মুদি দোকানে মাদকদ্রব্যও বিক্রি হয় বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে চলছে এই রমরমা ব্যবসা। এসব করে থাকেন কয়েকজন দোকানদার ও ভেতরের কারারক্ষীরা।

কাশিমপুর কারাগারের দক্ষিণ পাশে জেলখানা রোড হালিমা গার্মেন্টস সংলগ্ন এলাকায় গিয়ে কারাগারের দেয়ালে সেসব ফুটো দেখতে পেয়েছেন এই প্রতিবেদক।

কাছে গিয়ে দেখা যায়, দেয়ালের ইট ভেঙে ফুটো করা হয়েছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর দেখা যায়, কারাগারে ভেতর থেকে ফুটো দিয়ে একটি হাত বের করে ইশারা করা হচ্ছে। তার হাতে এক প্যাকেট ডার্বি ব্র্যান্ডের সিগারেট।

ইশারা পেয়ে পাশের দোকান থেকে এক নারী সিগারেট নিয়ে আসলেন৷ পরে দোকান থেকে নগদ ৭৫ টাকা পরিশোধ করলেন। ওই নারীর নাম মমতা খাতুন। মমতা ও তার স্বামী শিপন এখানে মুদি দোকান চালান৷

কারাগারে ভেতর থেকে এভাবে জিনিসপত্র কেনার বিষয়ে জানতে চাইলে মমতা খাতুন বলেন, ‘শুধু সিগারেটই কিনে থাকি। অন্য কিছু কিনি না৷’

এসব সিগারেট কোথায় পান বন্দিরা, এ প্রশ্নের জবাবে মমতা খাতুন বলেন, ‘আত্মীয়-স্বজনরা বন্দিদের সিগারেট দেন। সেসব থেকে কিছুটা আমাদের কাছে বেচেন।’

মমতা খাতুনের সঙ্গে কথা বলতে বলতেই আবারও কারাগারের দেয়ালের ফুটোতে আরেকটি হাত দেখা যায়। এবার মমতা খাতুনের সঙ্গে এ প্রতিবেদকও সেখানে যান।

সেখানে একজনকে দেখা যায়। তার গায়ে কারারক্ষীর পোশাক, নেমপ্লেটে লেখা ‘মামুন’। ভেতর থেকে বলা হলো কলা ও রুটি দেওয়ার জন্য।

কারাগারের বাইরে থেকে কলা-রুটি নেওয়ার সময় জানতে চাওয়া হলো, ‘এভাবে বাইরে থেকে নিচ্ছেন কেন? আবার বিক্রিও করছেন।এটা তো অন্যায়।’ প্রতিবেদকের কথা শুনে সেখানে থাকা দুই কারারক্ষী দৌড়ে পালান।

মমতা খাতুন বলেন, ‘প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত বিক্রি করে থাকি৷ তারা ভেতর থেকে কলা, চা, বিস্কুট, পান-সিগারেট নিয়ে থাকেন৷ তবে, আমরা মাদকদ্রব্য বিক্রি করি না। বিশ্বাস করে ফুটো দিয়ে মাল দিই, অনেকেই মাল নিয়ে টাকাও দেয় না।’

এ বিষয় জানতে চাইলে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, ‘সীমানা প্রাচীরের দেয়ালে ফুটো, এমন তথ্য আমাদের কাছে নেই। আপনি যেহেতু বলেছেন, বিষয়টি দেখে ব্যবস্থা নেবো।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019